দরিদ্রদের জন্য ৫ কেজি খাদ্যশস্য বিতরণ ৫ বছরের জন্য বাড়ানো হল : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীনে দরিদ্রদের মধ্যে ৫ কেজি খাদ্যশস্য বিতরণ পাঁচ বছরের জন্য বাড়ানো হল বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় সরকার আরও পাঁচ বছরের জন্য প্রায় ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে ৫ কিলোগ্রাম খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করতে পিএমজিকেএওয়াই প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে বিশদ বিবরণ প্রদান করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই) ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে।।