আগরতলা, ২৮ নভেম্বর: ভাড়াটিয়ার ঘর থেকে এক যুবককের মৃতদেহ উদ্ধার হয়েছে। জয়নগর ৫ নং রোড এলাকার আশিস চৌধুরীর ভাড়াবাড়িতে মৃতদেহ উদ্ধার হয়েছে। স্হানীয় মানুষ ঘটনাটির টের পেয়ে থানার খবর পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
বাড়ির মালিক আশিস চৌধুরী জানিয়েছেন, গত ১১ অক্টোবর তাঁর বাড়িতে ভাড়া এসেছিলেন নমিতা দাশগুপ্ত ও ছেলে তীর্থঙ্কর দাশগুপ্ত। কিন্তু আজ সকালে হঠাৎ করেই ঘর থেকে দুর্গন্ধ বের হওয়াতে বাড়ির মালিক ও স্হানীয় মানুষ পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ এসে দেখতে পায় ছেলে তীর্থঙ্কর দাশগুপ্তের মৃতদেহ।
কিন্তু মা নমিতা দাাগুপ্তকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

