উত্তরকাশি, ২৮ নভেম্বর : উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের যে কোনও মুহূর্তেই উদ্ধার করা হবে। আটকে থাকা ৪১ জন শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা।
তাঁদেরকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের হাসপাতালে যেতে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য রাস্তা সারানোর কাজও করা হচ্ছে। উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। ভিতরে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও কথাবার্তা চলছে।এদিকে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মুখমন্ত্রী পুস্কার সিং ধামি।