জয়পুর,২৮ নভেম্বর (হি.স.) : এবারে রাজস্থান বিধানসভা নির্বাচনে পুলিশ ৪৩৬ কোটি টাকা মূল্যের নগদ ও মাদকজাত দ্রব্য বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার পুলিশের এক আধিকারিক একথা জানিয়েছেন।
তিনি বলেন, মানুষকে নির্বাচনে ভোট দিতে প্রলোভন দেখানোর জন্য ৪৩৬ কোটি টাকা মূল্যের নগদ ও মাদকজাত দ্রব্য মজুত করা হয়েছিল। যা রাজস্থান পুলিশ বাজেয়াপ্ত করে। রাজস্থান পুলিশ ২০১৮ সালের ভোটে ৬৫ কোটি টাকা মূল্যের নগদ ও মাদক বাজেয়াপ্ত করেছিল, এবার সেই বাজেয়াপ্ত জিনিসের মূল্য ৬ গুণ বেশি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ৬৯০ কোটি টাকার অবৈধ জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল। রাজস্থান রাজ্যে এবার ২৫ নভেম্বর মোট ১৯৯টি বিধানসভা আসনে ভোট অনুষ্ঠিত হয়।

