তেলেঙ্গানায় জনসম্পর্কে জোর রাহুলের; সাফাই কর্মীদের সঙ্গে কথা বললেন, অটোও চড়লেন কংগ্রেস নেতা

হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আর বাকি নেই। জোরকদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস, বিজেপি-সহ অন্যান্য দল। জনসভার পাশাপাশি জনসম্পর্কেও জোর দিচ্ছেন শীর্ষ নেতারা। এবার তেলেঙ্গানায় জনসম্পর্কে জোর দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে হায়দরাবাদের জুবলি হিলসে সাফাই কর্মীদের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধী। কথা বলেন গিগ কর্মীদের সঙ্গেও, পরে তিনি অটোও চড়েন।

তেলেঙ্গানায় মঙ্গলবার শেষ হচ্ছে প্রচারপর্ব। দিনের শুরুতে জুবলি হিলসে সাফাই কর্মী ও গিগ কর্মীদের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন রাহুল। রাহুল কথা বলেছেন হায়দরাবাদের অটো চালকদের সঙ্গেও। পরে অটোও চালান কংগ্রেস নেতা রাহুল।