ছামনু, ২৮ নভেম্বর: ছামনু বিধানসভা কেন্দ্রের অধীন, লবনছড়া গাঁও সভার,পুসিহাম পাড়া থেকে, বিভিন্ন দল ছেড়ে আধিবাসী কংগ্রেস এ যোগদান করেছেন ২০ পরিবারের ৬১ জন ভোটার।
আদিবাসী কংগ্রেস নেতা চক্রপানি ত্রিপুরার উপস্হিতিতে, লবনছড়া গাঁও সভার, পবিত্র রিয়াং এর এর নেতৃত্বে এক সভার আয়োজন করা হয়। এই সভায় শাসকদল বি,জে পি, এবং মথা সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তার কথায়, যে উদ্দেশ্যে রাজ্যে বিজেপি এবং এডিসিতে তিপ্রামথা সরকার প্রতিষ্টিত হয়েছে তার সুফল গরিব অংশের মানুষ পাচ্ছেননা। এলাকায় কাজ কর্ম নেই, দুর্গাপূজার পূর্বে রেগার কাজ করেও মিলছে না মজুরি। শিক্ষিত বেকারদের চাকুরী নেই।
তিনি আরো বলেন , এক মাত্র কংগ্রেস পারে চাকুরী দিতে। কংগ্রেস জোট সরকার ক্ষমতায় থাকাকালীন বহু চাকুরী দিয়েছেন। তাই আগামী দিন কংগ্রেস কে শক্তিশালী করার জন্য পুনরায় কংগ্রেস এ ফিরে আসার আহ্বান করেছেন তিনি এদিন।
পুসিহাম পাড়া থেকে ১৭পরিবারে ৫৪ভোটার এবং ভাগ্যমনি পাড়া থেকে ৩পরিবারে ৭ভোটার কংগ্রেস দলে যোগ দিয়েছেন। আদিবাসী কংগ্রেস নেতা চক্রপানি ত্রিপুরা, দলত্যাগীদের নামের তালিকা সহ সংবাদ প্রতিবেদক হাতে তুলে দিয়েছেন।