মুজফ্ফরপুর,২৮ নভেম্বর (হি.স.) : বিহারের মুজফ্ফরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। নিহত ও আহতরা সবাই সীতামারহির বাসিন্দা বলে জানা গিয়েছে। বিহারের মুজফ্ফরপুর জেলার ফাকুলি ওপি এলাকার বালিয়া ওভার ব্রিজের কাছে মঙ্গলবার সোনপুর থেকে গঙ্গা স্নান করে একটি অটোতে করে ফিরছিলেন সীতামারহির কিছু বাসিন্দা। হঠাৎ অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।
আহত হয়েছেন প্রায় ৭ জন। পুলিশ দ্রুত আহতদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যায়। ৩ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাকুলী ওপির এএসআই অনীশ কুমার জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি অনিয়ন্ত্রিত অটো পেছন থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনা ঘটে।