নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ২২ জন কোভিড আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার সারাদিনে ২২ জন রোগী নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৫৭। মৃতের সংখ্যা ৫,৩৩,২৯৮ হয়েছে।
এদিন সকাল ৮ টায় আপডেট করা তথ্য এই সংখ্যাই জানাচ্ছে। দেশে কোভিড রোগীর সংখ্যা ৪.৫০ কোটি (৪,৫০,০১,৮০৭)। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, এই রোগ থেকে সুস্থ মানুষের সংখ্যা বেড়েছে। সুস্থ মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৬৮,২৫২। কোভিড রোগ থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৮১ শতাংশ।