আগরতলা, ২৭ নভেম্বরঃ আত্মসমর্পণকারী জঙ্গিদের নানা সুযোগসুবিধা নিয়ে সরব হলেন তিপ্রা মথা বিধায়ক তথা টিইউআইপিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন দাবী নিয়ে এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, গত ২২শে নভেম্বর আত্মসমর্পণকারী জঙ্গিদের বিভিন্ন দাবীদাওয়া নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর পূর্ব ভারতের এডভাইজার এ কে মিশ্র- এর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবী সম্বলিত মেমোরেন্ডাম তুলে দিয়েছেন।
দাবিগুলি সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বিধায়ক বলেন, বিভিন্ন সময়ে বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস এর জওয়ানদের কাছে যারা আত্মসমর্পণ করেছিলেন, তাদেরকে পুলিশ পরবর্তী সময়ে স্বীকৃতি প্রদান করেনি। ফলে এমন প্রায় ৬০০ থেকে ৭০০জন আজও বিভিন্ন ধরণের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
এছাড়াও টিএনভি চুক্তির বিভিন্ন ধারা এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন বিধায়ক। যেমন, ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন ১৯৬০ এর অধীনে জমি পুনরুদ্ধারের আবেদনগুলি পর্যালোচনা করা হয়নি বলে জানিয়েছেন বিধায়ক। এছাড়াও ২০,০০০ টাকা তখন ঘর বানানোর জন্য দেওয়ার কথা ছিল। কিন্তু এই টাকায় ঘর বানানো অসম্ভব ব্যাপার, তাই এই বিষয়টি যেন পুনরায় বিচার করা হয় তার দাবী জানিয়েছেন বিধায়ক। এছাড়াও বেকারদের কর্মসংস্থানের বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন বিধায়ক। উপজাতি এলাকায় উপজাতি ভাষায় একটি রেডিও স্টেশন করার কথা ছিল। যা এখনো বাস্তবায়িত হয়নি।
এছাড়াও দাবী সনদে উল্লেখ রয়েছে যে, প্রায় ৩০০ আত্মসমর্পণকারী জঙ্গিদের আগরতলায় খাস জমিতে বিভিন্ন সুযোগসুবিধা সম্বলিত বিল্ডিং নির্মাণের দাবী জানিয়েছেন। এছাড়াও যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য মডেল গ্রাম নির্মাণেরও দাবী জানানো হয়েছে।
বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এডভাইজার এ কে মিশ্র। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি।