তিরুপতি, ২৭ নভেম্বর (হি.স.) : সোমবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে তিরুমালা মন্দিরে গিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
প্রধানমন্ত্রী তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিরুপতি বালাজি মন্দিরের পুজোর কিছু ছবি আপলোড করে লিখেছেন, ‘তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ১৪০ কোটি ভারতীয়দের সুস্বাস্থ্য, কল্যাণ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন।’ পুজোর সময়, তাকে ধুতি এবং শাল সমন্বিত ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে।