গান্ধীনগর, ২৭ নভেম্বর (হি.স.) : জেট্রো সেমিকন্ডাক্টর, গ্রিন টেকনোলজি, মেডিক্যাল ডিভাইসের মতো ক্ষেত্রে বিনিয়োগে সহায়ক হবে, বলে মন্তব্য করেন ভূপেন্দ্র প্যাটেল। জাপান সফরের দ্বিতীয় দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল একথা জানান।
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাট প্রতিনিধিদলকে নিয়ে জাপান সফরের দ্বিতীয় দিনে সোমবার জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী এদিন উচ্ছাস প্রকাশ করে জানান যে, জেট্রো আহমেদাবাদে একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র চালু করেছে, এরফলে জাপানি শিল্প ও কোম্পানিগুলিকে গুজরাটে বিনিয়োগের জন্য আকৃষ্ট সম্ভব হবে। জাপান এবং বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধিতে জেট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, জেট্রোও গুজরাটের দীর্ঘদিনের অংশীদার ছিল। এদিনের এই বৈঠকে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্যাটেল। তিনি বলেন, গুজরাট সেমিকন্ডাক্টর, সবুজ হাইড্রোজেন এবং চিকিৎসার যন্ত্রাংশের মতো ক্ষেত্রে উঁচুতে ওঠার অভিপ্রায় নিয়ে এগিয়ে চলেছে। প্যাটেল এই প্রসঙ্গে আরও বলেন যে, জেট্রো সেমিকন্ডাক্টর, সবুজ প্রযুক্তি, বাল্ক ড্রাগ, চিকিৎসার যন্ত্রাংশ, সিরামিক এবং বস্ত্র শিল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে অংশগ্রহণ করতে পারে। জেট্রোর চেয়ারম্যান এবং আধিকারিকরা গুজরাটের উন্নয়ন যাত্রা সম্পর্কে জানতে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তাঁরা বলেছেন যে জেট্রো গুজরাটের সঙ্গে তার সম্পর্ক আরও প্রসারিত করার জন্য উন্মুখ। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী জেট্রোকে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট-২০২৪-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।