নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায়ের, বলে সোমবার মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানার মাহাবুবাবাদে একটি জনসভায় ভাষণে মোদী সোমবার একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন যে, এখানকার মানুষ বিআরএস সরকারকে অপসারণ করতে এবং বিজেপিকে ভোট দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, বিআরএস-কংগ্রেস উভয়ই তেলেঙ্গানাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তিনি আরও জানান যে, “এটি বিজেপির প্রতিশ্রুতি যে তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে ওবিসি সম্প্রদায়ের একজন মুখ্যমন্ত্রী থাকবেন।”
কেসিআর এবং বিআরএসের মন্দ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “কেসিআর এবং বিআরএস উভয়েই বিজেপির ক্রমবর্ধমান গুরুত্ব উপলব্ধি করেছে এবং আমাদের সঙ্গে এখন জোট গঠন করতে চাইছে “। “কিন্তু তেলেঙ্গানার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কখনও যেতে পারেন না মোদী। এখন যেহেতু বিজেপি, বিআরএস এবং কেসিআর প্রত্যাখ্যান করেছে, তারা হতাশ, তারফলে তাঁরা অনবরত বিজেপি এবং আমার সমালোচনা করছে বলেও এদিন মোদী মন্তব্য করেন। দুর্নীতিগ্রস্ত বিআরএসের সঙ্গে জোট না করা মোদীর অন্যতম গ্যারান্টি।”