আগরতলা, ২৭ নভেম্বরঃ
রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে বটতলা বাজারে। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় দেড়শ সবজির দোকান। এছাড়াও ১৫ থেকে ২০টি মুদির দোকান সহ অন্যান্য দোকানও এই অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ এই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন ব্যবসায়ীরা। খবর যায় দমকল কর্মীদের কাছে। ঘটনাস্থলে দমকল কর্মীদের ছয়টি গাড়ি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন। তবে এই অগ্নিকান্ডে বাজারের একটি বড় অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিসের থেকে এই আগুনের সূত্রপাত সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে আজ সকালেই এই অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন গোটা বাজারটি।
পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, আজ সকালেই তিনি এই অগ্নিকান্ডের খবর পেয়েছেন। ব্যবসায়ীদের সঙ্গে এসে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডে। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। সঠিক হিসাবের পরেই ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার জন্য তিনি অগ্নি নির্বাপক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা না এলে আগুন আরো ব্যাপক আকার ধারণ করতে পারত। এদিকে ব্যবসায়ীদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে তারা শীঘ্রই পুনরায় ব্যবসা বানিজ্য শুরু করতে পারেন সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার ও স্থানীয় কর্পোরেটর।
এদিকে বটতলা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন সিপিআইএম দলের সদস্যরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তারা। পরিদর্শন শেষে বামনেতৃত্ব মানিক দে বলেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডে। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হল তা খতিয়ে দেখার দাবি করেন তিনি। এছাড়াও এই বাজারের ব্যবসায়ীদের সমস্যার পরিকল্পিতভাবে সঠিক সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
এই ভয়াবহ অগ্নিকান্ডে মাথায় হাত বটতলা বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। নিজেদের সর্বস্ব হারিয়েছেন তারা। সরকারের কাছে সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।