বিমানবন্দর থেকে গাঁজা পাচারকারী সহ এক বিমান সংস্থার কর্মী আটক

আগরতলা, ২৭ নভেম্বরঃ

এবারে বিমানবন্দরকে ব্যবহার করে পাচার হচ্ছে গাঁজা। পাচার কাজে জড়িত বিমান সংস্থার কর্মীও। রবিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে এমবিবি বিমানবন্দর থেকে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

ঘটনার বিবরণে এসডিপিও পারমিতা পান্ডে জানিয়েছেন, এয়ারপোর্ট থানার কাছে গোপন তথ্য ছিল, এমবিবি বিমান বন্দরকে ব্যবহার করে বহিরাজ্যে গাঁজা পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এমবিবি বিমানবন্দরে পৌছায় রবিবার সন্ধ্যায়। সেখানে সুদীপ দেববর্মা নামে এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ন্যালসন জমাতিয়া নামে অপর একজনকে এই পাচার কাজে সহযোগিতা করার অভিযোগে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসডিপিও জানিয়েছেন, অভিযুক্ত ন্যালসন জমাতিয়া এক্সিকিউটিভ সিকিউরিটি পদে ইন্ডিগো বিমান সংস্থায় কর্মরত। রাজধানীর অভয়নগর এলাকায় সে থাকে। অন্যদিকে সুদীপ দেববর্মার বাড়ি সিধাই এলাকায়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। এদিকে আজ তাদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছেন পুলিশ আধিকারিক। এসডিপিও পারমিতা পান্ডে বলেন, এই কাজে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ফলে তাদের রিমান্ডে নিয়ে আরো তথ্য বেরিয়ে আসবে। বিমান বন্দরের মতো জায়গায় অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এধরনের ঘটনায় বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *