নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঘটনা সামনে আসতেই তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। এবারে রাজ্যপালের কাছে “শ্বেতপত্র” প্রকাশের দাবি জানিয়ে চিঠি দিলেন প্রাক্তন বিধায়ক তাপস দে। রাজ্যপালকে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ইতিমধ্যেই অভাবের তাড়নায় সন্তান বিক্রির খবর রাজ্যে ছড়িয়ে পড়তেই তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এর আসল সত্যতা নিয়েও দেখা দিয়েছে বিভিন্ন মতভেদ। তিনি অভিযোগ করছেন এই ঘটনার সত্যতা অস্বীকার করেছেন মন্ত্রী রতন লাল নাথ। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিলে এর সত্যতা প্রকাশে এসেছে।
এই ঘটনায় প্রাক্তন বিধায়ক রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন। ঘটনার সত্যতা যাচাই করে, সঠিক তথ্য সম্বলিত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস দে।