ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। সিকিম জয়ের পর সোমবার শক্তিশালী সৌরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। দুলই আসরে দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। এবং জয় পেয়েছে ১ টি করে ম্যাচে। ফলে শক্তির বিচারে দুদলই একই জায়গায় থাকলেও অভিজ্ঞতায় ত্রিপুরা থেকে এগিয়ে থাকবেন উনাদকর-রা। বৃষ্টিতে আউট ফিল্ড ভিজে থাকার জন্য দুদলই এদিন অনুশীলন করতে পারেনি। শেষ ম্যাচে সিকিমের বিরুদ্ধে ৩ ব্যাটসম্যান বিক্রম কুমার দাস, রজত দে এবং বিক্রম দেবনাথ অর্ধশতরান করায় ত্রিপুরা ৩০০ রানে পা রেখেছিলো। ওই ম্যাচে ব্যাটসম্যান-রা ফর্মে ফেরার আভাষ দিয়েচিলেন। কিন্তু ওপেনার পল্লব দাস পর পর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় চাপ বেড়ে গেছে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে পল্লবকে হয়তোবা প্রথম একাদশের বাইরে রাখা হবে। তবে পল্লবের পরিবর্তে কাকে প্রথম একাদশে নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। ওই একটি পরিবর্তন ছাড়া আর কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। আজও টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বেল টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। প্রসঙ্গত; ওড়িশার বিরুদ্ধে আসরের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর শনিবার সিকিমের বিরুদ্ধে ভি জে ডি ম্যাথডে ৬৮ রানে জয় পেয়েছিলো ত্রিপুরা।
2023-11-26