ডেবরা, ২৬ নভেম্বর (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই নাবালকের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার গোলগ্রামে। মৃতরা হলেন অনুপ ভুঁইয়া ও অরুণ রানা। বাড়ি নন্দেশ্বর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দুই কিশোর বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে তারা। জখম অবস্থায় তাদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুই নাবালকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া তাঁদের পরিবারে।