নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপির পক্ষে শক্তিশালী পরিবেশ রয়েছে, বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। রবিবার তিনি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে একথা বলেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর রবিবার বলেন, এই তিনটি রাজ্যে বিজেপির পক্ষে একটি শক্তিশালী পরিবেশ রয়েছে। তিনি আরও বলেন, মানুষ দুর্নীতিতে জড়িত কংগ্রেস থেকে মুক্তি চায়। অনুরাগ ঠাকুর নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের মানুষদের সঙ্গে দেখা করেছেন। তিনটি রাজ্যেই বিজেপির পক্ষে দুর্দান্ত পরিবেশ রয়েছে বলেও তিনি জানান। তেলেঙ্গানার মানুষও বিকল্প চায় বলে দাবি করেন অনুরাগ সিং । তিনি এও বলেন যে তেলেঙ্গানায় একদিকে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস রয়েছে যারা দেশকে লুট করেছে, অন্যদিকে রয়েছে দুর্নীতিগ্রস্ত বিআরএস যারা রাজ্যকে লুট করেছে। তেলেঙ্গানার জনগণ উভয় দুর্নীতিবাজ দলের হাত থেকে মুক্তি চায়। তেলেঙ্গানার মানুষ এই পরিবারভিত্তিক দলগুলোর থেকে মুক্তি চায়। একটা সময় ছিল যখন ভারত বিশ্বের কাছে হাত বাড়িয়েছিল। আজ ভারত সাহায্যপ্রার্থী নয় সাহায্যকারী হয়ে উঠেছে। দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিণত হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হোক বা আন্তর্জাতিক ফোরামে সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলা হোক, আজ ভারত একটি শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলেও রবিবার দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।