নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): জনগণ যখন দেশ গঠনে অংশ নেন তখন কোনও কিছুই এগিয়ে যাওয়া রুখতে পারে না। রবিবার ১০৭-তম মন-কি-বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে ভারতে, দেশের জনগণ দেশের অনেক পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন।”
২৬/১১ সন্ত্রাসী হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এদিনববলেছেন, “আমরা ২৬ নভেম্বর দিনটি কখনই ভুলতে পারি না…এই দিনেই আমাদের দেশে একটি জঘন্য হামলা হয়েছিল… মুম্বই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “আমরা এই দিনটি কখনই ভুলতে পারি না, এই দিনে ভারত সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছিল।”