কংগ্রেসকে নয়, কেসিআরকে বলা উচিত তিনি তেলেঙ্গানার জন্য কী করেছেন : রাহুল গান্ধী

আন্দোল, ২৬ নভেম্বর (হি.স.) : কংগ্রেসকে নয়, কে চন্দ্রশেখর রাওকে বলা উচিত তিনি তেলেঙ্গানার জন্য কী করেছেন, বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার রাহুল তেলেঙ্গানার আন্দোলে নির্বাচনী সমাবেশে এই অভিযোগ করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার বিআরএস সভাপতি এবং মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশে বলেন, তিনি দক্ষিণ রাজ্যের জন্য কী করেছেন তা নিয়ে গ্র্যান্ড ওল্ড পার্টি(কংগ্রেস)-কে প্রশ্ন করার আগে কেসিআর সকলকে বলুক তেলেঙ্গানার জন্য তিনি কি করেছেন। কেসিআর দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন বলেও রাহুল গান্ধী রবিবার অভিযোগ করেন। সমস্ত অর্থ উপার্জনের পোর্টফোলিও রাও-এর পরিবারের সদস্যদের কাছে রয়েছে বলে মন্তব্য করেন রাহুল। তিনি এদিন আরও বলেন, কংগ্রেসের দেওয়া “ছটি গ্যারান্টি” প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আইনে পরিণত হবে, যদি দলটি রাজ্যে ক্ষমতায় আসে। এই আইন কার্যকরও করা হবে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *