মেদাক, ২৬ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলেঙ্গানার মেদাক-এ এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “কেসিআর প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তিনি কেবল কেলেঙ্কারিই দিয়েছেন। আপনাদের সন্তানদের জন্য কাজ করার পরিবর্তে, তিনি নিজ সন্তানদের এবং নিজ আত্মীয়দের জন্য কাজ করেছেন। তিনি কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছেন এবং নিজের সম্পদ বাড়িয়েছেন, তাঁকে স্থায়ীভাবে খামারবাড়িতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার কৃষকরা।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (রাজ্যকে) নিজের সম্পত্তি বলে মনে করেন। কেন কেসিআর-কে অন্য আসন থেকে লড়তে হয়েছিল? কেন তাকে সেখানে যেতে হলো? কংগ্রেসের রাহুল গান্ধীকেও আমেঠি ছেড়ে কেরলে পালাতে হয়েছিল। কেসিআর-কেও পালাতে হয়েছে। এর একটি বড় কারণ হল বিজেপি প্রার্থী এটেলা রাজেন্দর এবং অন্য কারণ হল কৃষক ও দরিদ্রদের ক্ষোভ।”