নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): সংবিধান দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ভারতের রাজনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সংবিধান, পাশাপাশি গণতান্ত্রিক নীতিকে শক্তিশালী করতেও সাহায্য করেছে সংবিধান।”
রবিবার সংবিধান দিবসের শুভেচ্ছা বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “সংবিধান দিবসে আমরা ভারতের সাংবিধানিক মূল্যবোধের জন্য নিজেদের উৎসর্গ করি এবং আমরা যে স্বাধীনতা উপভোগ করছি, তা প্রদানের ক্ষেত্রে সংবিধানের নির্মাতাদের প্রচেষ্টাকে সম্মান করছি।”