বানারহাট, ২৬ নভেম্বর (হি. স.) : শিলিগুড়িগামী যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল প্রায় ৩৫ কেজি গাঁজা। পাচারের কাজে জড়িত থাকার দায়ে তিনজন মহিলাকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ। রবিবার বিকেলে বানারহাট ব্লকের মরাঘাট চৌপথি এলাকায় রুটিন চেকিং চালায় পুলিশ। সেই সময় শিলিগুড়িগামী একটি বাসে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজার প্যাকেট। ধরা পড়ে তিন মহিলা।
জানা গিয়েছে, পুলিশের নজর এড়াতেই কোলে শিশু নিয়ে বিকেলের দিকে বাসে ওঠে ওই মহিলারা। ব্যাগে জামাকাপড়ের ভেতরে গাঁজা লুকিয়ে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল তারা। তবে তার আগেই ওই মহিলারা ধরা পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলাদের বাড়ি শিলিগুড়িতে। জেরায় ধৃতরা জানিয়েছে, বীরপাড়ায় এক টোটোচালক তাদের জানায়, গাঁজাভর্তি ব্যাগ শিলিগুড়িতে নামিয়ে দিলেই দুই হাজার টাকা দেওয়া হবে। টাকার লোভেই তারা এই কাজ করেছে বলে জানায়।
বানারহাট থানার আইসি শান্তনু সরকার জানান, গাঁজা পাচারের দায়ে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কোলে দুই শিশু ছিল। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে। এই পাচারচক্রে আরও কারা জড়িত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।