মেয়েদের আইপিলের নিলাম ৯ ডিসেম্বর শুরু হচ্ছে মুম্বইয়ে

মুম্বই, ২৫ নভেম্বর (হি.স.): মেয়েদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারি-মার্চ মসে। ইতিমধ্যেই মেয়েদের পাঁচটি দলের দিক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোন প্লেয়ারকে ধরে রাখছে। ৯ ডিসেম্বর মুম্বইতে হতে চলেছে নিলামের আসর। ফ্র্যাঞ্চাইজি দল গুলি হল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স।

গত মরসুমে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছেন হরমনপ্রীত কৌর। কোনও অঘটন না ঘটলে এ বারও তাঁর হাতেই নেতৃত্ব থাকছে। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ছিলেন মেগ ল্যানিং, অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি অবসর নিয়েছেন। এদিকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৬০জন প্লেয়ারকে রিটেন করেছে। এর মধ্যে ২১ জন বিদেশি প্লেয়ার। আর ছেড়ে দেওয়া হয়েছে ২৯ জন প্লেয়ারকে। গত মরসুমে স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবির পারফরম্যান্স ছিল হতাশাজনক। এবার দলে ভারসাম্য বাড়তেই নিলামে নজর আরসিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *