আগরতলা, ২৫ নভেম্বর: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর।আজ দুপুর সাড়ে এগারটা নাগাদ ওই ঘটনায় চড়িলামের আড়ালিয়া রাজীব কলোনি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকাবাসীর।তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন জনৈক এলাকাবাসী।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ দুপুর সাড়ে এগারটা নাগাদ ওই এলাকার বাসিন্দা আবু কাসেম মিঞার বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তখন বাড়ির মালিক আবু কাসেম বাড়িতে ছিলেন না। তিনি কাজে গিয়েছিলেন। স্হানীয় মানুষ তাঁর ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে।কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই আবু কাসেমের ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ।

