কোটা, ২৫ নভেম্বর (হি.স.): রাজস্থান বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শনিবার রাজস্থানের কোটায় একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভোট দেওয়ার পর গণতন্ত্রের উৎসবে মানুষের অংশগ্রহণে খুশি ব্যক্ত করেছেন তিনি।
লোকসভার স্পিকার ওম বিড়লা নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর বলেছেন, “গণতন্ত্রের এই উৎসবে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। প্রত্যেক ভোটারের উচিত নিজস্ব মতামত প্রকাশের জন্য ভোটাধিকার প্রয়োগ করা।”