হাইলাকান্দি (অসম) ২৫ নভেম্বর (হি.স.) : শনিবার হাইলাকান্দি জেলার চান্দপুর-উজানকুপা ও ভাটিরকুপা জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এতে ওই দুই জিপিতে বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের ফলে জনগণ কিভাবে উপকৃত হয়েছেন তা তুলে ধরা হয়। এই উপলক্ষে চান্দপুর উজানকুপার ১৪০ নং নারাইনপুর এলপি স্কুলে এবং ভাটিরকুপার মনাইগ্রাম এলপি স্কুলে বিভিন্ন বিভাগের প্রদর্শনীর আয়োজন করা হয়। উভয় জিপির প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের উপলব্ধ পরিষেবা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের অন্তর্ভুক্ত করতে ওই জিপির যোগ্য জনসাধারণের নামও লিপিবদ্ধ করা হয়।
এছাড়া বিভিন্ন প্রকল্পের ফলে লাভবান হওয়া উপকৃতরা সংকল্প যাত্রায় তাদের সাফল্যের বয়ানও তুলে ধরেন। এতে কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে জনমুখী প্রকল্পের ফলে সমগ্র দেশে কিভাবে উন্নয়ন সাধিত হয়েছে তার চিত্র তুলে ধরা হয় শনিবারের সংকল্প যাত্রায় অন্যান্যদের মধ্যে হাইলাকান্দির ডিডিসি অ্যালডার্ড ফারহীন ও বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।
এদিকে রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর শিরিশপুর জিপির কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এবং কাঞ্চনপুর জিপির পাখিছড়া বাগান নাচঘরে বেলা দেড়টায় অনুরুপ বিকাশ ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে।