ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। ফুটবলের পর সিনিয়র ক্রিকেটেও মুখোমুখি হবে শনিবার সিকিম। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। বিজয় হাজার ট্রফি ক্রিকেটে। দুদলই আসরের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিলো। আসরের প্রছম ম্যাচে ত্রিপুরা ৪ উইকেটে ওড়িশার বিরুদ্ধে এবং সিকিম ৭ উইকেটে মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিলো। দুদলের সামনেই মরশুমের প্রথম জয়ের হাতছানি। শনিবার ফেভারিট হিসাবেই মাঠে নামবে ত্রিপুরা। তবে মরশুমে যেভাবে বিভিন্ন বিভাগে ত্রিপুরার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা চলছে তাতে সিকিমের বিরুদ্ধে কী হতে পারে তা নিয়েই দুশ্চিন্তায় ক্রিকেট মহল। তবে ত্রিপুরার টিম ম্যানেমন্ট বিশ্বাস করে সিকিমের বিরুদ্ধে আসরের প্রথম জয় পাবেই ত্রিপুরা। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। সিকিমের বিরুদ্ধে প্রথম একাদশে তেমন পরিবর্তন করবে না এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। সিকিমের বিরুদ্ধেও দলের হয়ে গোড়াপত্তন করতে নামবেন বিক্রম কুমার দাস এবং পল্লব দাস। এর পর যথাক্রমে আসবেন সুদীপ চ্যাটার্জি, সতীশ গনেশ, দলনায়ক ঋদ্ধিমান সাহা এবং রজত দে। অলরাউন্ডার হিসাবে থাকবেন মণিশঙ্কর মুড়াসিং, অভিজিৎ সরকার, বিক্রম দেবনাথ এবং রাণা দত্ত। এছাড়া দলে থাকবেন পারভেজ সুলতান। ত্রিপুরার ক্রিকেটাররাও আশাবাদী সিকিমের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে।
2023-11-24