পাঠানমথিত্তা, ২৪ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং তামিলনাড়ুর প্রাক্তন গভর্নর এম ফাতিমা বেভিকে শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। শহরের জুমা মসজিদের কবরস্তানে তাঁকে শায়িত করা হয়েছে।
এদিন বিকেলে শত শত মানুষ কেরলের পাঠানমথিত্তা টাউন হলে ভিড় জমিয়েছিল। সেখানে প্রয়াত বিচারপতির মরদেহ জনসাধারণের জন্য রাখা হয়েছিল। যাতে জনসাধারণ তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারেন। কেরালা সরকার এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের হয়ে পাঠানমথিত্তা জেলা কালেক্টর এ শিবু, আইএএস, মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষশ্রদ্ধা নিবেদন করেন।