আগামী মাসে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) : আগামী মাসে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে । শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের কথা রয়েছে। দলের অনেক সংসদ সদস্যও তার সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে এবং বাংলার বকেয়া নিয়ে আলোচনা করবেন।

এই প্রসঙ্গে বিজেপির এক বরিষ্ঠ নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন। তিনি জানেন আগামী কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। বাংলার পাওনার দাবিতে কেন্দ্রকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি রাজনৈতিক ফায়দা নিতে চান, কিন্তু বাংলার মানুষ জানে যে, ১০০ দিনের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। ১০ জন কাজ করলে ৩০ জনের হাজিরা বসিয়ে টাকা তোলা হয়েছে।