উত্তরকাশির সুড়ঙ্গে উদ্ধার অভিযান শেষ পর্যায়ে, প্রস্তুত ড্রোনও

উত্তরকাশি, ২৪ নভেম্বর (হি.স.) : উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিকের জীবন বাঁচানোর অভিযান এখন শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার সব শ্রমিক নিরাপদে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি এই উদ্ধার অভিযানের প্রতি মুহূর্ত নজর রাখছেন।

অগার ড্রিলিং মেশিনের প্ল্যাটফর্মের নিচে কংক্রিট করায় বৃহস্পতিবার কাজ বন্ধ হয়ে যায়। এই উদ্ধার অভিযানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে স্কোয়াড্রন ইনফ্রা মাইনিং প্রাইভেট লিমিটেডের এমডি এবং সিইও সাইরিয়াক জোসেফ বলেন, এই ড্রোন প্রযুক্তি সর্বাধুনিক। এই ড্রোনটি সুড়ঙ্গের ভিতরে যেতে পারে। জিপিএস কাজ করে না এমন অঞ্চলেও এই ড্রোন পৌঁছে যায়।

এখনও পর্যন্ত উদ্ধারকর্মীরা সিল্কিয়ারা টানেলে ৪৬.৮ মিটার ড্রিল করেছেন। কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, আমরা এখন শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।