থানে, ২৪ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানেতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নবি মুম্বাইয়ের মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এক বর্ষীয়ান পুলিশ ইন্সপেক্টর প্রমোদ তোরাদমাল জানিয়েছেন, এই দুর্ঘটনার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরের ভিতিত্তে তদন্তও শুরু করেছে পুলিশ।

