মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.) : মুম্বই বিমানবন্দর টার্মিনাল টু বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল মিলেছে। বিস্ফোরণ আটকাতে ইমেইলের মাধ্যমে বিটকয়েনে এক মিলিয়ন ডলার দাবিও করা হয়েছে। শুক্রবার পুলিশ এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর একটি হুমকি ইমেল পেয়েছিল। এই ইমেইল পাওয়ার পর সাহার থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তারপর এফআই-এর ভিতিত্তে তদন্ত শুরু করা হয়। এই বিমানবন্দরটি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (এমআইএএল )-দ্বারা পরিচালিত হয়।