আগরতলা, ২৪ নভেম্বর : শহরকে যানজটমুক্ত রাখতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। আজ পুর নিগমের কনফারেন্স হলের বৈঠকে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন তিনি বলেন, সোমবার থেকে নিগম এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
এদিন বৈঠকে মেয়র বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহার দিক নির্দেশনায় আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে যানজটমুক্ত নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে শহরের যানজট নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে।
পাশাপাশি পুজোর আগে পুর নিগম শহরে যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দূর্গা পূজা উপলক্ষে অভিযান বদ্ধ রাখা হয় পুনরায় সেই অভিযান আবার চালু হবে।
এদিন তিনি আরও বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে আজকের বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্তগুলি কার্যকর করা হবে। সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম হল, নিগম এলাকায় ভ্যান্ডার লাইসেন্স ছাড়া যাঁরা ব্যবসা চালাচ্ছেন তাঁরা দুইদিনের মধ্যে জায়গা দখলমুক্ত করতে হবে।আর যদি নিগমের নির্দেশ অমান্য করে তাহলে সোমবার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
তাছাড়া, শহরের বিভিন্ন জায়গায় নো পাকিং জোনে যানবাহন রাখা যাবে না।