কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): “ওরা সবেতেই ভোট চায়। ওদের চিমটি কাটা স্বভাব। ওরা রাম চিমটি দিলে আপনি শ্যাম চিমটি দেবেন। কাজ করতে হবে। নিজেকে অহংকারী ভাববেন না।” বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আমায় গালাগালি দাও, কেয়ারও করি না। এরা সারাদিন কাজ করে না। মাথায় নেংটি ইঁদুর ঘুরে বেড়ায়। নেংটি ইঁদুরের বুদ্ধি যা হয়। শুধু কুটুস কুটুস। তাই আমাদের আরও জাগ্রত হতে হবে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নাম মুছে দিল।”
মমতা বলেন, “ট্রেনের ভাড়া এরা প্লেনের ভাড়ার থেকে বেশি করে দিয়েছে। ইজ্জত চালু করেছিলাম। ১০০ কিলোমিটার পর্যন্ত তিন মাসে মাত্র ১৫ টাকায় যাতায়াত করতে পারবেন। এরা মানুষের ইজ্জত কেড়ে নেয়।”

