রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ‘সব বিক্রি করে দিচ্ছে“, তোপ মমতার

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : “পাবলিক সেক্টর সব বিক্রি করে দিচ্ছে। রেল বেচে দিচ্ছে।” বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম, সাবোতাজ করে ২-৩ টে দুর্ঘটনা ঘটিয়েছিল বলে আমি অ্যান্টিকলিশন ডিভাইস তৈরি করে এসেছিলাম। যাতে ট্রেনে কোনও দুর্ঘটনা না ঘটে। দিল্লির মেট্রো আমার করা, মুম্বই রেল বিকাশ কর্পোরেশন আমার করা, কলকাতার যত মেট্রো রেলের প্রজেক্ট। আমি ২ লক্ষ টাকার প্রজেক্ট দিয়ে এসেছিলাম।”

তৃণমূলনেত্রী বলেন, “ইসরোয় চন্দ্রাভিযান হল। শুধু বাংলারই আছেন ৪০ জন। বাংলার মেধাকে স্যালুট জানাই। ইসরোর তো দোষ নেই। ওই পাঠাল ওরা। মাটিতে নেমে বেচারা ঘুমিয়ে পড়ল। আর জাগছে না। যেখানে যাচ্ছে সেখানেই পতন। ধাক্কা শুরু হয়ে গিয়েছে।”

তিনি বলেন, “প্রায় ১১-১২ কোটি লোক বাংলায় আছে। একটা ছোট্ট গোয়াতে যা করা যায়, বাংলায় সেটা সম্ভব নয়। জনসংখ্যা অনেক। তবু পাওয়ার ইউনিটে ছাড় দিয়েছি। এত কিছুর পর আমাকে বিজেপির কাছ থেকে জ্ঞান শুনতে হবে? সিপিএমের কাছে জ্ঞান শুনতে হবে? বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা। রাজনৈতিকভাবে প্রতিটা বুথে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিন। সব ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপির সংগঠনগুলো। লক্ষ্য রাখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *