ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। দক্ষিণ ত্রিপুরা নেশা মুক্ত ফুটবল সুপার লিগ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ নভেম্বর থেকে। নেশা মুক্ত ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার আটটি ব্লক, দুটি পুর পরিষদ এবং একটি নগর পঞ্চায়েত পৃথকভাবে অংশগ্রহণ করবে। সব মিলে ২৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে বলে উদ্যোক্তারা আজ দক্ষিণ জেলার ডি এম অফিসে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. প্রফেসর মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ জেলার সমস্ত জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহির শীল সংশ্লিষ্ট সকলকে প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
2023-11-23

