রাজস্থানের মহিলারা এক মুহূর্তের জন্যও কংগ্রেসকে বরদাস্ত করতে প্রস্তুত নয় : প্রধানমন্ত্রী মোদী

রাজসমন্দ (রাজস্থান), ২৩ নভেম্বর (হি.স.): “আমাদের মেয়েরা, বোনেরা এবং মায়েরা যেভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তা প্রশংসার যোগ্য। রাজস্থানের মহিলারা এক মুহূর্তের জন্যও কংগ্রেসকে বরদাস্ত করতে প্রস্তুত নয়।” রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের রাজসমন্দ জেলার দেওগঢ়ে এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেছেন, “রাজস্থানে এই সরকারের আমলে নারীদের ওপর যে অত্যাচার হয়েছে, তা এর আগে কোনও সরকারের সময় দেখা যায়নি।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “রাজস্থানের প্রতিটি মানুষ কংগ্রেস সরকারকে উৎখাত করার সংকল্প নিয়েছে। সেই কারণেই গতকাল আমি স্পষ্টভাবে বলেছিলাম, গেহলট সরকার আর রাজস্থানে ফিরবে না। রাজস্থানের এই ভূমির প্রতিটি প্রান্ত সাহসী মহিলাদের গল্পে ভরপুর। কিন্তু কংগ্রেস সরকার রাজস্থানকে মা, বোন এবং মেয়েদের উপর অত্যাচারের ক্ষেত্রে এক নম্বর করেছে এবং মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা এখানে মিথ্যা মামলা দায়ের করেন।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস সেনাবাহিনীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ ঝুলিয়ে রেখেছে। কিন্তু বিজেপি সরকারই আপনাদের ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’-এর গ্যারান্টি দিয়েছিল এবং সেই গ্যারান্টি পূরণ হয়েছে।”