BRAKING NEWS

পথ দুর্ঘটনায় মৃত দুই সন্তানের জননী

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৩ নভেম্বর : দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে  লংতরাইভ্যালী মহকুমার মনু থানাধীন তারাবনছড়া এলাকায়। মৃতার নাম দেবোকন্যা ত্রিপুরা(২২), পিতা মৃত শান্তিমনি ত্রিপুরা, মৃতার বাড়ি আমবাসা থানাধীন নাইটিংগেল পাড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে  ছৈলেংটা থানাধীন ভাঙ্গামুড়ায় সুপারস্টার ডান্স শোয়ের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান দেখতে সিন্দুকুমার ভিলেজের জয়রাম পাড়ার কলমচাঁদ ত্রিপুরার সাথে সেখানে যায় দেবোকন্যা। অনুষ্ঠান শেষে গভীর রাতে কলমচাঁনের টিআর০৪-এ ২৯৫৪ নম্বরের অটো করে বাড়ি ফিরছিল তারা। তারাবনছড়া আসার পর অটোটি হঠাৎই দুর্ঘটনার কবলে পরে।

প্রাথমিকভাবে  ধারনা করা হচ্ছে মদপ্য অবস্থায় দ্রুতগতিতে অটো চালানোর ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে  ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দেবোকন্যার।
তবে দুর্ঘটনাস্থল থেকে  মৃতদেহ ফেলে রেখেই নিজ পাড়ায় গিয়ে দুর্ঘটনার খবর জমিয়েছে কলমচাঁন। এদিকে সাত সকালেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মনু থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মনু হাসপাতালে নিয়ে আসা হয় ।
 উল্লেখ্য স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকেই দুই সন্তান নিয়ে নিজ বাপের বাড়িতেই থাকত দেবোকইন্যা। অটোচালক কলমচাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা নথিভূক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *