নাগপুর, ২৩ নভেম্বর (হি.স.): রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে বারবার তোষণের রাজনীতির অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শীর্ষ বিজেপি নেতারা। এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার খাড়গে বলেছেন, “আমরা ধর্মনিরপেক্ষ। তাঁরাই তোষণের রাজনীতি করে।”
এদিন মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তাঁরা (বিজেপি) তোষণের রাজনীতি করেন। আমরা ধর্মনিরপেক্ষ। আমরা ‘ভারত জোড়ো যাত্রা’র আয়োজন করেছি। জাতিগত জনগণ করা আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সরকার ক্ষমতায় আসার পরে তা পরিচালিত হবে।”