কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, সামান্য কমতে পারে তাপমাত্রার পারদও, সেই মতো বৃহস্পতিবারই কলকাতায় সামান্য কমেছে পারদ। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তবে তা খুব বেশি নয়। আগামী চার দিনে রাতের তাপমাত্রা অথবা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানানো হয়েছে। তবে ভোরে এবং রাতে শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা অনুভূত হচ্ছে এখনও।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। পশ্চিমের জেলাগুলিতে অনুভূত হবে ঠান্ডা। আগামী তিন-চারদিনে দক্ষিণ ও উত্তরবঙ্গে তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ২৬ নভেম্বর নাগাদ। ২৭ তারিখ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটির অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি। তবে, আগামী ৫ দিনের সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না বঙ্গভূমিতে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।