ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।।ওড়িশার বলাঙ্গীর শহরে চলছে জাতীয় সাব – জুনিয়র (অনুর্দ্ধ ১৩ বছর) ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বালিকা দের সিঙ্গলস এ ত্রিপুরার অদ্রিজা দে মঙ্গলবার প্রথম রাউন্ডে গোয়ার প্রতিযোগীকে স্ট্রেট সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে এবং তারপর দ্বিতীয় রাউন্ডের খেলায় জম্মু কাশ্মীরের প্রতিযোগীকে স্ট্রেট সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়। বহু বছর পর ত্রিপুরার কোনও ব্যাডমিন্টন খেলোয়াড় জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এই পর্যায়ে এগোতে পেরেছে। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অদ্রিজা দে এবং তার কোচ অনুভা পাল চৌধুরী কে অভিনন্দন জানানো হয়েছে। অদ্রিজার খেলার উন্নতির জন্য অ্যাসোসিয়েশন আরও কিছু পদক্ষেপ নেবে। এদিকে আসামের গুয়াহাটিতে সিনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড়দের এক মাস ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির চলছে। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়ে সেখানে ত্রিপুরার চারজন খেলোয়াড়কে প্রশিক্ষণ নিতে পাঠিয়েছে। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2023-11-22