২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পযর্ন্ত টি বোর্ড ইন্ডিয়া রিজিউনাল অফিস আগরতলার উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ২২ নভেম্বর: টি বোর্ড ইন্ডিয়া রিজিউনাল অফিস আগরতলার উদ্যোগে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হচ্ছে। ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পযর্ন্ত চলবে এই কমর্শালা। আজ কর্মশালার দ্বিতীয় দিনে সাংবাদিক সম্মেলনে একথা বললেন টি-বোর্ড অফ ইন্ডিয়ার জনৈক আধিকারিক।

এদিন তিনি বলেন, ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গীতাঞ্জলি অতিথিশালায় এই কমর্শালা অয়োজিত হচ্ছে।৷ যেখানে রাজ্যের ছোট বড় সব চা বাগানের মালিক প্রতিনিধিরা এই কর্মশালাতে অংশগ্রহণ করবেন।

 এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ ত্রিপুরা টি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মানিক লাল দাস। তাছাড়া, উপস্থিত ছিলেন  টি বোর্ড ইন্ডিয়ার ত্রিপুরা শাখার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তুহিন দেবনাথ ও ডেবলেপমেন্ট অফিসার মনি শংকর মল্লিক সহ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর তরফ থেকে ডঃ অসিতাব সুর সহ অন্যান্যরা