উত্তরকাশি, ২২ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে বাইরে বের করে আনার প্রয়াস অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে আরও বেড়েছে গতি, পাহাড়ে রাস্তা তৈরির কাজও সম্পন্ন হয়েছে। বুধবার সকালে এক বিআরও কর্মী জানিয়েছেন, রাস্তা তৈরিএ লক্ষ্য আমরা পূরণ করেছি, মেশিনও পৌঁছে গিয়েছে।
বিআরও মেজর নমন নারুলা বলেছেন, প্রায় ১,২০০ মিটার রাস্তা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে এই রাস্তা তৈরি করেছি আমরা। দু”টি ড্রিলিং মেশিনও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এদিকে, উদ্ধারকাজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজের পাশাপাশি শ্রমিকদের কাছে খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া নিয়েও মোদী ও ধামির মধ্যে কথা হয়েছে।