কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। পাঁচবার দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন। তাঁর আমলেই দু’বার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে দেখা যাবে গম্ভীরকে, এবার মেন্টরের ভূমিকায়।
বুধবার নাইট শিবিরের তরফে সরকারি ভাবে গম্ভীরের নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এবার মেন্টর হিসেবে আবার দলকে টেনে তোলার গুরু দায়িত্ব পেলেন গম্ভীর। গৌতম গম্ভীর নতুন দায়িত্ব পাওয়ার পর টুইট (বর্তমান এক্স) করে জানিয়েছেন, “আমি ফিরে এসেছি, আমি ক্ষুধার্ত, আমি ২৩ নম্বর, আমি কেকেআর।”