পালি (রাজস্থান), ২২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বুধবার রাজস্থানের পালিতে এক নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, কংগ্রেস দল এবং গান্ধী পরিবার ভারতীয় রাজনীতির রাহু ও কেতু। ভারতের ভবিষ্যৎ নিয়ে যা কিছু গ্রহন ঘটেছে, তা এসেছে শুধুমাত্র গান্ধী পরিবার এবং কংগ্রেস পার্টির জন্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “এবার তিনবার দীপাবলি উদযাপন হবে। আপনারা ইতিমধ্যেই একটি দীপাবলি উদযাপন করেছেন, দ্বিতীয় দিওয়ালি- রাজস্থানে সরকার গঠন করে উদযাপন করতে হবে, তৃতীয় দিওয়ালি – রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠাতা ২২ জানুয়ারি উদযাপন করা হবে।” অমিত শাহ বলেছেন, “মোদীজি সর্বদা ভারতীয় সংস্কৃতিকে সম্মান করার জন্য কাজ করেছেন। শুধুমাত্র রাম মন্দির নির্মাণই নয়, ঔরঙ্গজেব দ্বারা ভেঙে ফেলা কাশী বিশ্বনাথ করিডোর, উজ্জ্বয়িনীতে মহাকাল লোক নির্মাণ, সোমনাথের মন্দির সোনার তৈরি হচ্ছে এবং বদ্রীনাথ ও কেদারনাথ ধামের পুনরুজ্জীবনের জন্যও কাজ করেছেন।”

