নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : বিজেপির বিরুদ্ধে সরব আম আদমি পার্টি । আম আদমি পার্টির অভিযোগ, দিল্লির জংপুরায় পথবাসীদের ঝুপড়ি ভাঙার চেষ্টা করছে গরীব-বিরোধী’ বিজেপি।
বুধবার একটি সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির বিধায়ক সঞ্জীব ঝা অভিযোগ করে বলেন, বিজেপি মানুষের রাতের আশ্রয়স্থল কেড়ে নিচ্ছে। এদিন জোর দিয়ে তিনি বলেন, এদিকে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে, ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছে বিজেপি। তাঁর অভিযোগ, বিজেপি দক্ষিণ-পূর্ব দিল্লির জংপুরা এলাকায় পথবাসীদের উচ্ছেদ করার চেষ্টায় রয়েছে ।
পাল্টা আক্রমণ করে বিজেপি আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দাগে। বিজেপির দাবি, আম আদমি পার্টির সরকার দেশের রাজধানীতে পথবাসীদের জন্য কিছুই করেনি।

