লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে যুব মোর্চা সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক

আগরতলা, ২২ নভেম্বর : আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার লক্ষে বিজেপি যুব মোর্চার তরফ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। আজ হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক ও মণ্ডল স্বশক্তিকরণ অভিযান অনুষ্ঠানে একথা বলেন যুব মোর্চা সদর সভাপতি প্রসেনজিৎ ঘোষ।

এদিন তিনি বলেন, আজকে মূলত আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরী নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আগামী দিনে মানব সেবায় জড়িত থাকা নিয়েও আলোচনা হয়েছে। সেই লক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা সদর শহর জেলার উদ্দ্যোগে ৭টি মন্ডলের কার্যকতাদের নিয়ে কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, এর পাশাপাশি একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার লক্ষে সব ধরণের ব্যবস্থা নিচ্ছে বিজেপি যুব মোর্চা বলে জানান তিনি।