বাইক ও ট্রাকের সংঘর্ষে নিহত এক যুবক

শান্তিরবাজার, ২২ নভেম্বর: বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।

ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ঠাকুরছড়া এলাকার বাসিন্দা অমলনন্দীর ১৯ বছরের ছেলে সাগর নন্দী টি আর ০৮ ই ৮৪০৯ নাম্বারের বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। ঠাকুরছড়া বাজার এলাকায় জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে বাইকে অগ্নিকান্ড ঘটে। ওই দু্র্ঘটনায় সাগর নন্দীর শরিরের অনেক অংশ পুরে যায়। খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুতে গিয়েছেন। এদিকে খবর পেয়ে ছুতে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ মালবাহী ট্রাকটিকে বাইখোড়া থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনার সঠিককারন জানতে ঘটনার তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।