ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।।ওড়িশা ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা-রা। ২৩ নভেম্বর ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ ওড়িশা। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর কিনা স্পোর্টস এরিনা মাঠে হবে ম্যাচটি। সোমবার সন্ধ্যার পর ব্যাঙ্গালুরু পৌঁছার পর মঙ্গলবার সকালেই অনুশীলনে নেমে পড়েন মণিশঙ্কর-রা। এদিন সকালে আলোর ক্রিকেট স্টেডিয়ামে প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করেন শুভম ঘোষ-রা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটসম্যান-রা কাটান। ওড়িশা ম্যাচের আগে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেবেন রজত দে-রা। এরপর ২৫ নভেম্বর সিকিম, ২৭ নভেম্বর সৌরাষ্ট্র, ২৯ নভেম্বর কেরল, ১ ডিসেম্বর রেলওয়ে, ৩ ডিসেম্বর মুম্বাই এবং ৫ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে ব্যর্থ হওয়ার পর ত্রিপুরার ক্রিকেটারদের লক্ষ্য বিজয় হাজারে ট্রফিতে সাফল্য পাওয়া। তাই ব্যাঙ্গালুরু পৌছেই আর সময় নষ্ট করতে চাননি ত্রিপুরার কোচ। আজ অনুশীলনের শেষ দিনেও ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দেওয়া হবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। দলের ম্যানেজার পিক্লু রায় ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে জানান, “আসরে ভালো ফলাফল করতে দলের প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট সিরিয়াস। অনুশীলনেও গোটা দলকে চাঙ্গা লক্ষ্য করা গেছে”। ত্রিপুরা দল: ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), মণিশঙ্কর মুড়াসিং (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, পল্লব দাস, সুদীপ চ্যাটার্জি, গনেশ সতীশ, রজত দে, শুভম ঘোষ, বিক্রম দেবনাথ, জয়দীপ বনিক, পারভেজ সুলতান, অভিজিৎ সরকার, রাণা দত্ত, জয়দেব দেব, অর্জুন দেবনাথ, অজয় সরকার, কৌশল আচার্য, চিরঞ্জীৎ পাল, নিরুপম সেন, শঙ্কর পাল, রিমন সাহা, সম্রাট সিনহা এবং তুষার সাহা। কোচ : বিনসেন্ট সাক্সেনা, বিনীত জৈন, সহকারি কোচ: কিশোর মুহুরি, ফিজিও: রবীন্দ্রর কুমার, ট্রেণার: পূর্ণেন্দু জানা, থ্রোয়ার: জয়ন্ত দেবনাথ, মেসার: নিলয়জ্যোতি সাহা, ভিডিও অ্যানালাইসিস: অভিজিৎ চক্রবর্তী, ম্যানেজার: পিক্লু রায়, লোগেস্টিক ম্যানেজার: আমীর বনিক।
2023-11-21

